শিনচ্যান এর বাস্তব ঘটনা । শিনচ্যান শেষ পর্ব
আজকে আমরা জানবো আপনাদের প্রিয় কার্টুন সর্ম্পকে কিছু ঘটনা যা বাস্তব জিবনে ঘটেছিল। তাই আপনাদের পুরো ব্লগটি পরার অনুরোধ রইল।
শিনচ্যান বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় কার্টুন গুলোর মধ্যে একটি। এই কার্টুনটি নির্মান করা হয়েছিল সত্য ঘটনার ভিওিতে। বাস্তবে মিশাই ও তার পরিবার জাপানে থাকতো । তাদের পরিবারে মিশাই ও তার স্বামী ও তাদের দুটি বাচ্চা নিয়ে তাদের ছোট্ট সুখী পরিবার। একদিন মিশাই ও তার দুই বাচ্চা শিনচ্যান ও হিমাবারী নিয়ে মার্কেটে যান সপিং করতে এবং সেদিন মার্কেটে প্রচুর ভিড় ছিল। মিশাই শিনচ্যানকে তার ছোট্ট বোনিটর খেয়াল রাখতে বলেছিল। তার তিনি শপিং করতে ব্যাস্ত হয়ে পরেন। শিনচ্যান অন্যমনষ্ক হয়ে অন্যদিকে চলে য়ায় এবং খেলনার দোকানে খুব মনযোগ দিয়ে তাকিয়ে থাকে তার মাথার তার ছোট্ট বোন হিমাবাড়ির কথা খেয়ালই ছিল না। হঠাৎ সে দেখতে পায় প্রচন্ড গতিতে একটি গাড়ি তার বোন এর দিকে এগিয়ে আসছে, সে তার বোনকে বাচঁতে ছুটে য়ায় কিন্তু আমাদের শিনচ্যান তার বোনকে বাচঁতে পারেনি। এবং সে নুজেকেও বাচঁতে পারেনি। বোনকে ভালবেসে নিজের জীবন বিলিয়ে দিয়েছে শিনচ্যান। এদিকে দুই সন্তানকে হারানোর পর মিশাই মানষিক দাক দিয়ে ভেঙ্গে পরে। তাদের সৃতিগুলো মনে রাখার জন্য সে প্রতিদিন একটি করে ছবি আকঁতো।
এই র্মমান্তিক বাস্তবকে সামনে রেখে একজন কমিক রাইটার শিনচ্যান কার্টুন তৈরী করেন।
শিনচ্যান বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় কার্টুন গুলোর মধ্যে একটি। এই কার্টুনটি নির্মান করা হয়েছিল সত্য ঘটনার ভিওিতে। বাস্তবে মিশাই ও তার পরিবার জাপানে থাকতো । তাদের পরিবারে মিশাই ও তার স্বামী ও তাদের দুটি বাচ্চা নিয়ে তাদের ছোট্ট সুখী পরিবার। একদিন মিশাই ও তার দুই বাচ্চা শিনচ্যান ও হিমাবারী নিয়ে মার্কেটে যান সপিং করতে এবং সেদিন মার্কেটে প্রচুর ভিড় ছিল। মিশাই শিনচ্যানকে তার ছোট্ট বোনিটর খেয়াল রাখতে বলেছিল। তার তিনি শপিং করতে ব্যাস্ত হয়ে পরেন। শিনচ্যান অন্যমনষ্ক হয়ে অন্যদিকে চলে য়ায় এবং খেলনার দোকানে খুব মনযোগ দিয়ে তাকিয়ে থাকে তার মাথার তার ছোট্ট বোন হিমাবাড়ির কথা খেয়ালই ছিল না। হঠাৎ সে দেখতে পায় প্রচন্ড গতিতে একটি গাড়ি তার বোন এর দিকে এগিয়ে আসছে, সে তার বোনকে বাচঁতে ছুটে য়ায় কিন্তু আমাদের শিনচ্যান তার বোনকে বাচঁতে পারেনি। এবং সে নুজেকেও বাচঁতে পারেনি। বোনকে ভালবেসে নিজের জীবন বিলিয়ে দিয়েছে শিনচ্যান। এদিকে দুই সন্তানকে হারানোর পর মিশাই মানষিক দাক দিয়ে ভেঙ্গে পরে। তাদের সৃতিগুলো মনে রাখার জন্য সে প্রতিদিন একটি করে ছবি আকঁতো।
এই র্মমান্তিক বাস্তবকে সামনে রেখে একজন কমিক রাইটার শিনচ্যান কার্টুন তৈরী করেন।
No comments